করোনা রোগীর সেবার পরিধি বাড়লো সিআইএমসিএইচে

আজাদীতে সংবাদ প্রকাশের জের

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৮ জুলাই, ২০২১ at ১০:৪৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে (সিআইএমসিএইচ) করোনা আক্রান্ত রোগীর সেবার পরিধি বৃদ্ধি করা হয়েছে বলে জানা গেছে। হাসপাতালটিতে মঙ্গলবার থেকে করোনা রোগীর চিকিৎসার জন্য নির্ধারিত ৭০ শয্যার সাথে আরো ২০ শয্যা বাড়িয়ে ৯০টিতে উন্নীত করা হয়েছে। গতকাল মঙ্গলবার থেকে হাসপাতালে এ শয্যাগুলোতে করোনা রোগীদের চিকিৎসা দেয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সিআইএমসিএইচের ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারি অধ্যাপক ডা. মুসলিম উদ্দিন সবুজ। মঙ্গলবার দৈনিক আজাদীতে ‘রোগীর চাপে হিমশিম অবস্থা’ শীর্ষক মূল প্রতিবেদন প্রকাশিত হয়।
জানা যায়, গত ২৬ জুলাই চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিআইএমসিএইচে করোনা সেবায় হাসপাতালে শয্যা সংখ্যা বৃদ্ধির নির্দেশনা দেয়া হয়। এ নির্দেশনা মতে সেবার পরিধি বৃদ্ধি করা হয় বলে নিশ্চিত করে হাসপাতাল কর্তৃপক্ষ। আগে এ হাসপাতালে সাধারণ শয্যা ছিল ৭০টি, এখন ৯০টিতে উন্নীত করা হয়, নতুন করে যুক্ত করা হয় ৬টি করোনা স্পেশালাইজড এইচডিইউ এবং দুটি আইসিইউ শয্যা।
সিআইএমসিএইচের ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারি অধ্যাপক ডা. মুসলিম উদ্দিন সবুজ বলেন, মহামারি করোনা সংক্রমণের শুরু থেকেই সিআইএমসিএইচ নিরবচ্ছিন্নভাবে সেবা দিয়ে যাচ্ছে। গত সাতদিন ধরে সাধারণ শয্যায় গড়ে ৭০ থেকে ৭৫ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। চারজনকে এইচডিইউতে সেবা দেয়া হচ্ছে। পরিবর্তিত পরিস্থিতিতে করোনা রোগীর সেবার পরিধি আরও বাড়ানো হবে।

পূর্ববর্তী নিবন্ধরাস্তায় বেড়েছে মানুষ
পরবর্তী নিবন্ধ২০ স্থানে বিদ্যুতের তারের ওপর গাছ অন্ধকারে বাঁশখালী