ফাতেমা নুরজাহান ফাউন্ডেশনের পক্ষ থেকে গত বৃহস্পতিবার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের করোনা আক্রান্ত রোগীদের সহায়তায় এক লক্ষ টাকা অনুদান হিসেবে প্রদান করা হয়। হাসপাতালের পক্ষে উক্ত অনুদানের চেক গ্রহণ করেন কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট এস এম মোরশেদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন ও ডা. এ কে এম আশরাফুল করিম, সহকারী পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডা. ফাহিম হাসান রেজা, প্রশাসনিক কর্মকর্তা (আইসিএইচ) মো. আনোয়ারুল হক, আজীবন সদস্য তারিকুল ইসলাম তানভির, কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. দেলোয়ার হোসেন। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট এস এম মোরশেদ হোসেন ফাতেমা নুরজাহান ফাউন্ডেশনের এই উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও হাসপাতালের পাশে থাকার জন্য অনুরোধ করেন। প্রেস বিজ্ঞপ্তি।