করোনা রোগীদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু

ছাত্রলীগ নেতার উদ্যোগ

| বুধবার , ১২ মে, ২০২১ at ৭:১০ পূর্বাহ্ণ

করোনা মহামারীতে মুমূর্ষু রোগীদের পরিবহনের জন্যে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু করলো পতেঙ্গা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহরাজ তৌসিফ। সোমবার উত্তর পতেঙ্গা ৪০নং ওয়ার্ডের খালপাড় এলাকায় অ্যাম্বুলেন্স সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ৪০নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল বারেক। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আলি নুর, নাজিম উদ্দিন, পতেঙ্গা থানা ছাত্রলীগের সহ-সভাপতি সাগর, সাংগঠনিক সম্পাদক আরমান নয়ন, শাহনেওয়াজ আকিব, ওয়ার্ড ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম সাকিব, ইমন, বাঁধন, আলভি, আতিক, আবিদ, রাতুল, ইছুফ, রাকিব, রিমন, রিহান প্রমুখ।
এ সময় পতেঙ্গা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌসিফ বলেন, করোনা মহামারীতে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ জনগণের পাশে সবসময় থাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে। এই সেবা ২৪ ঘন্টা যেকোন সময় পাওয়া যাবে ০১৮৫৫৫৩৫৮৯৬ নাম্বারে যোগাযোগ করলে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাদার্ন ভার্সিটিতে কম্পিউটার সায়েন্স বিভাগের ওয়েবিনার
পরবর্তী নিবন্ধবিধি নিষেধ অমান্য ১৬ মামলায় ৪ হাজার ৭০০ টাকা জরিমানা