‘করোনা মোকাবেলায় মাস্ক পরিধানের বিকল্প নেই’

| শুক্রবার , ১৩ নভেম্বর, ২০২০ at ৫:৩৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম উন্নয়ন ফাউন্ডেশনের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মাস্ক ও লিফলেট বিতরণ কার্যক্রমের লক্ষ্যে সিএমপি কমিশনার কার্যালয়ে সালেহ মো. তানভীরকে মাস্ক প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, চেয়ারম্যান লায়ন ডা. আর.কে রুবেল, সজল কান্তি চৌধুরী, এস.এম জাবেদ হোসেন প্রমুখ। সিএমপি কমিশনার চট্টগ্রাম উন্নয়ন ফাউন্ডেশনের এ কর্মসূচিকে স্বাগত জানিয়ে বলেন, জনসাধারণের মাঝে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রাখার বিকল্প নেই। এজন্য সবাইকে মাস্ক পরিধান ও সরকারের স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি সিএমপি কর্তৃক করোনার মোকাবেলায় বিভিন্ন কর্মসূচি গ্রহণের ব্যাপারে অবহিত করেন। চট্টগ্রাম উন্নয়ন ফাউন্ডেশনের মত সকল সংগঠন ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান তিনি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকারিগরী প্রশিক্ষণ দরিদ্র জনগোষ্ঠীর জীবনমানে উন্নয়ন ঘটাবে
পরবর্তী নিবন্ধকরোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে সেবা কার্যক্রম পরিচালনা করতে হবে