করোনা মোকাবেলায় বিধিনিষেধ দু-একদিনের মধ্যে : স্বাস্থ্যমন্ত্রী

আজাদী ডেস্ক | রবিবার , ৯ জানুয়ারি, ২০২২ at ৭:০১ পূর্বাহ্ণ

দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে। সংক্রমণ ঠেকাতে কারিগরি কমিটির প্রস্তাবনা অনুযায়ী দু-একদিনের মধ্যেই কঠোর বিধিনিষেধ আরোপ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গতকাল শনিবার মানিকগঞ্জের গড়পাড়ায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশে করোনায় আক্রান্তের সংখ্যা আগের চেয়ে ৪শ গুণ বেশি। তবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের মতো পরিস্থিতি এখনো হয়নি। আক্রান্তের হার অতিরিক্ত বাড়লে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় হাসপাতালগুলোকে পুনরায় প্রস্তুত থাকার নির্দেশনা দেয়া হয়েছে। ডেল্টার মতো ওমিক্রনও মোকাবিলা করা হবে। তবে রোগী ধারণক্ষমতার বেশি হলে সমস্যা হবে। সেই সমস্যা এড়াতে সবাইকে মানতে হবে স্বাস্থ্যবিধি।

পূর্ববর্তী নিবন্ধমুজিববর্ষের সময়কাল ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে
পরবর্তী নিবন্ধমাধ্যমিক থেকে উচ্চশিক্ষা স্তর চালু রাখার চিন্তা