করোনা মোকাবেলায় আতঙ্কিত না হয়ে টিকা গ্রহণ করুন : সুজন

| বুধবার , ২৮ জুলাই, ২০২১ at ১০:৪৪ পূর্বাহ্ণ

করোনা সংক্রমণের উর্ধ্বগতি মোকাবেলায় আতঙ্কিত না হয়ে সচেতন হওয়া এবং দ্রুততম সময়ের মধ্যে টিকা গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন। গতকাল মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি নগরবাসীর প্রতি এ আহ্বান জানান। এসময় তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার করোনাভাইরাস মোকাবেলায় দ্রুততম সময়ের মধ্যে দেশের সকল জনগনকে টিকার আওতায় নিয়ে আসার জন্য নানামুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছেন। ইতিমধ্যে সরকার প্রতিমাসে ১ কোটি টিকা প্রদানের উদ্যোগ গ্রহণ করেছেন। সে লক্ষ্যে এখন থেকেই নগরীর টিকাদান কেন্দ্রগুলোকে তৈরি করার অনুরোধ জানান। তিনি নগরবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার অনুরোধ জানিয়ে বলেন, নিজে বাঁচুন এবং অন্যকে বাঁচাতে সহযোগিতা করুন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাল নিলামে উঠছে প্রোভোক্স গাড়িসহ ৬১ লট পণ্য
পরবর্তী নিবন্ধরাস্তায় বেড়েছে মানুষ