করোনা মোকাবিলায় আদা চা, লবণ পানি ব্যবহার করছে উ. কোরিয়া

| শনিবার , ২১ মে, ২০২২ at ৮:১৫ পূর্বাহ্ণ

টিকা ও কার্যকর অ্যান্টিভাইরাল ওষুধ ছাড়াই করোনা ভাইরাসের বিস্তার ঠেকানোর চেষ্টা করছে উত্তর কোরিয়া। ২০২০ সালের শুরুতেই দেশটি নিজেদের সীমান্ত বন্ধ করে দেয়। উদ্দেশ্য ছিল নিজেদের মহামারি থেকে দূরে রাখা। দেশটির নেতারা এখন পর্যন্ত বাইরের দেশের চিকিৎসা সহায়তা নিতে অস্বীকৃতি জানিয়ে আসছেন। রাষ্ট্রীয় সব সংবাদমাধ্যমে জ্বর থেকে মুক্তি পেতে প্রথাগত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিচ্ছে। ক্ষমতাসীন দলের পত্রিকা রডং সিমনান মারাত্মক অসুস্থদের জন্য আদা কিংবা হানিসাকল (এক ধরনের গাছের পাতা ও ফুল) চা এবং উইলো পাতার পানি পানের পরামর্শ দিয়েছে। করোনাভাইরাসের কিছু লক্ষণ থেকে আরাম দিতে পারে এই ধরনের পানীয়। গলা ব্যথা কিংবা কাশির মতো লক্ষণ দূর করতে এবং রোগী স্বাভাবিকের চেয়ে বেশি তরল হারাতে শুরু করলে তার পানিশূন্যতা পূরণেও সহায়তা করতে পারে।

পূর্ববর্তী নিবন্ধনিজ বিমানে বিশ্বভ্রমণে কিশোর পাইলট
পরবর্তী নিবন্ধচাকরি হারালেন মন্ত্রিকন্যা, ফেরত দিতে হবে বেতন