করোনা ভ্যাক্সিন বিতরণে গার্মেন্টস শ্রমিকদের অগ্রাধিকার দেয়ার আহ্বান

বিলস-বিজিএমইএ কর্মকর্তাদের মতবিনিময়

| সোমবার , ১৬ নভেম্বর, ২০২০ at ১০:২৬ পূর্বাহ্ণ

করোনা ভ্যাক্সিন বিতরণে গার্মেন্টস শ্রমিকদের অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানানো হয়েছে। গতকাল রবিবার বিকাল ৫টায় বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) এবং বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফেকচারিং এসোশিয়েশন (বিজিএমইএ) নেতৃবৃন্দের এক মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়।
বিজিএমইএ অফিসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় বিলস নেতৃবৃন্দ টেকসই শিল্প গড়ে তোলার লক্ষে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিকদের চাকরির নিরাপত্তা নিশ্চিত করা এবং শ্রম আইন ও অধিকারের প্রতি ইতিবাচক দৃষ্টি গড়ে তোলার আহ্‌বান জানান।
বিজিএমইএ নেতৃবৃন্দ বলেন, তৈরি পোশাক শিল্প গ্লোবাল সাপ্লাই চেইনের অংশ। তাদেরকে আন্তর্জাতিক ক্রেতার আচরণ বধি মেনে ব্যবসা পরিচালনা করতে হয়। গার্মেন্টস সেক্টরের অধিকাংশ মালিক শ্রম আইন ও শ্রমিক অধিকারের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে। তারপরও কোন প্রকার ব্যত্যয় ঘটলে তাদেরকে অবহিত করা হলে তারা সমস্যা সমাধানে উদ্যোগ নিবে।
বিজিএমইএর লেবার এন্ড ফায়ার বিষয়ক স্থায়ী কমিটির পরিচালক ও ইনচার্জ মোহাম্মদ আতিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিজিএমইএর প্রথম সহ-সভাপতি এ.এম. চৌধুরী সেলিম, বিজিএমইএর পক্ষে আরো উপস্থিত ছিলেন খন্দকার বেলায়েত হোসেন, এনামুল, আজিজ চৌধুরী, প্রাক্তন পরিচালক ও লেবার এন্ড ফায়ার বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান সাইফ উল্ল্যাহ মন্সুর, কো-চেয়ারম্যান মোহাম্মদ তসলিম, আবছার হোসেন, এম এহসানুল হক, ওয়াদুদ মোহাম্মদ চৌধুরী, ইকবাল সেলিম, মো. আব্দুর রহিম। বিলসের পক্ষে উপস্থিত ছিলেন বিলস-এলআরএসসি সেন্টার কোঅর্ডিনেশন কমিটির চেয়ারম্যান এ এম নাজিম উদ্দিন, সদস্য সচিব মুহাম্মদ শফর আলী, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি তপন দত্ত, বিলসের সিনিয়র কর্মকর্তা পাহাড়ি ভট্টাচার্য, রিজওয়ানুর রহমান খান এবং ফজলুল কবির মিন্টু। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরোকেয়া পদক পাচ্ছেন চবি উপাচার্য
পরবর্তী নিবন্ধকরোনায় চট্টগ্রামে নতুন আক্রান্ত আরও ১৮১