মানুষের জীবনকে ওষুধ কোম্পানির মুনাফার উপরে স্থান দিতে শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসের বিশ্বব্যাপী প্রচারাভিযানে প্রায় দশ লাখ মানুষ স্বাক্ষর করেছেন। কোভিড-১৯ ভ্যাকসিনকে একটি বৈশ্বিক সর্বসাধারণের সামগ্রী হিসেবে ঘোষণা করতে গত জুন মাসে মুহাম্মদ ইউনূস বিশ্বব্যাপী এক প্রচারাভিযান শুরু করেন। পৃথিবীর বিভিন্ন দেশের ২৪ জন নোবেল বিজয়ী এবং ১২৫ জন সাবেক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও খ্যাতনামা ব্যক্তিত্বরা একাজে তার সাথে সমবেত হন। আসন্ন ইউরোপীয় রাষ্ট্রপ্রধানদের ইউরোপীয়ান ইউনিয়ন সম্মেলন, দ্য টিআরআইপিএস সম্মেলন, বিশ্ব বাণিজ্য সংস্থা সম্মেলন ও আফ্রিকান ইউনিয়ন সম্মেলনকে সামনে রেখে অধ্যাপক ইউনূসের শুরু করা এই পিটিশনে ৯,১৩,৪৫৩ মানুষ স্বাক্ষর করেছেন। আভাজের সমর্থনে চলা এ প্রচারাভিযানে সরকার ও ব্যবসা প্রতিষ্ঠানদেরকে কোভিড-১৯ ভ্যাকসিন ও চিকিৎসা প্রযুক্তিকে এর কারিগরি বিষয়গুলো শেয়ার করার মাধ্যমে ও এগুলোকে বুদ্ধিবৃত্তিক মালিকানা সংক্রান্ত বিভিন্ন বাধ্যবাধকতা থেকে মুক্ত রেখে এই ভ্যাকসিনকে পৃথিবীর সর্বত্র সহজলভ্য করার আবেদন জানিয়েছেন। বিশ্বব্যাপী আভাজের প্রচারিত এই পিটিশনে ওষুধ কোম্পানিগুলোকে স্বেচ্ছামূলকভাবে তাদের বুদ্ধিবৃত্তিক মালিকানা ও প্রযুক্তি হস্তান্তর করার মাধ্যমে এই ভ্যাকসিনকে পৃথিবীর সর্বত্র, সবচেয়ে কম খরচে ও সবচেয়ে কম সময়ে সকল মানুষের জন্য সহজলভ্য করার জন্য আহ্বান জানানো হয়েছে। অধ্যাপক ইউনূস বলেন, ইউরোপ ও আমেরিকার ধনী দেশগুলো এরই মধ্যে এই ভ্যাকসিনের বৈশ্বিক সরবরাহের প্রায় সবটাই তাদের জনগণের স্বার্থে তাদের নিজেদের দখলে নিয়ে গেছে এবং এর ফলে নিম্ন আয়ের দেশগুলো ভ্যাকসিন পাবার ক্ষেত্রে অনেক পিছিয়ে পড়েছে। প্রেস বিজ্ঞপ্তি।
এর ফলে কোভ্যাঙের মতো প্রশংসনীয় উদ্যোগের মাধ্যমেও বর্তমান পদ্ধতিতেও ২০২১ সালের শেষে পৃথিবীর সর্বত্র এই ভ্যাকসিন পৌঁছানো যাবে না বলেন তিনি। ইউনূস আরো বলেন, সামপ্রতিক চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে হলে সকল দেশকে জরুরিভিত্তিক স্বাস্থ্য পরীক্ষার সামগ্রীসমূহ সংগ্রহ করতে হবে, সর্বনিম্ন খরচে সকলের জন্য কার্যকর চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণদের যেমন-স্বাস্থ্যকর্মী ও বয়স্কদের যত দ্রুত সম্ভব ভ্যাকসিন দিতে হবে