করোনা প্রতিরোধ সচেতনতা সৃষ্টির বিকল্প নেই

রেড ক্রিসেন্টের মাস্ক বিতরণে শফিউল আজম

| বৃহস্পতিবার , ৮ এপ্রিল, ২০২১ at ১:৫৩ অপরাহ্ণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের তত্ত্বাবধায়নে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের সহযোগিতায় উপজেলা পর্যায়ে করোনা প্রতিরোধে গতকাল বুধবার হাটহাজারী উপজেলায় মাইকিং ও মাস্ক বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ও জেলা রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম। যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের সাংগঠনিক বিভাগীয় প্রধান তানভীর আহম্মেদ চৌধুরী মাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য রাশেদ খান মেনন, জেলা ইউনিট লেভেল অফিসার আব্দুর রশিদ খান, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের রক্ত বিভাগীয় প্রধান ইস্তাকুল ইসলাম চৌধুরী, প্রচার ও প্রকাশনা বিভাগীয় প্রধান মাহামুদুর রহমান ও কার্যকরী পর্ষদ সদস্যসহ যুব স্বেচ্ছাসেবকরা। উদ্বোধনকালে ডা. শেখ শফিউল আজম বলেন, করোনা সংক্রমণ রোধে সরকারের আদেশ সমূহ মেনে চলতে হবে। সচেতনতামুলক মাইকিংয়ের মাধ্যমে জনসাধারণকে সচেতন করতে হবে। মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির করার মাধ্যমে আমাদের করোনাভাইরাসকে প্রতিরোধ করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় টিলা কাটায় ৩০ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধচোরাই গাড়িসহ চোর চক্রের তিন সদস্য আটক