করোনা প্রতিরোধে নগরীর মুরাদপুর ও বহদ্দারহাট চত্বরে শুক্রবার পথচারীদের মাঝে ৫ শতাধিক মাস্ক বিতরণ করেছেন সমাজসেবক নুরুল আলম শিপু। এসময় তিনি বিভিন্ন পথচারীদের মাঝে বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানিও বিতরণ করেন। এতে আরো উপস্থিত ছিলেন ব্যবসায়ী মীর মোহাম্মদ রমজান আলী, লেখক মো. নুরেআলম সিদ্দিকী, মোহাম্মদ শাহীন সহ বিভিন্ন ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। মাস্ক বিতরণকালে সমাজসেবক নুরুল আলম শিপু বলেন, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব ও সচেতনতা বাড়ানোর বিকল্প নেই। নিজের ও পরিবারের সদস্যদের করোনা থেকে বাঁচাতে হবে। করোনায় আতঙ্কিত না হয়ে এই ভাইরাস থেকে সুরক্ষা পেতে পরিস্কার-পরিচ্ছন্নতা ও নিয়ম মেনে চলাসহ সচেতন থাকার পরামর্শ দেন তিনি। প্রেস বিজ্ঞপ্তি।