করোনা প্রতিরোধে গণসচেতনতা জরুরি

চন্দনাইশ ছাত্র সমিতির অনুষ্ঠানে এমপি নজরুল

| মঙ্গলবার , ৬ জুলাই, ২০২১ at ৫:৩৯ পূর্বাহ্ণ

গ্রামাঞ্চলেও করোনাভাইরাস যেভাবে ছড়িয়ে পড়ছে তা প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা ও সচেতনতা অবলম্বন অপরিহার্য। চন্দনাইশ ছাত্র সমিতি-চট্টগ্রাম আয়োজিত ‘করোনা অতিমারিতে সমস্যা ও সমাধানে আমাদের করণীয়’ শীর্ষক লাইভ ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী উপরোক্ত মন্তব্য করেন।
চন্দনাইশ ছাত্র সমিতি-চট্টগ্রামের সভাপতি বোরহান উদ্দিনের সভাপতিত্বে ও সহ-সভাপতি তানভীর আহমেদ সিদ্দিকীর সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। গতকাল সোমবার জুম প্লাটফর্মে সম্প্রচারিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আবু আহমদ জুনু, ডা. শাহীন হোসেন লিটু, একরাম হোসেন, আবু তাহের চৌধুরী, মাহবুবুর রহমান চৌধুরী, আবদুর রহিম, সেকান্দর হায়াত বাহাদুর, সঞ্চিতা বড়ুয়া, খোরশেদ বিন ইছহাক, মনসুর আল ফয়সাল, শিক্ষক বিজয়ানন্দ বড়ুয়া, এড. এস এম সিরাজদ্দৌল্লাহ, মঈনুদ্দীন জুয়েল, মাসুদুর রহমান, নুরুল আমজাদ চৌধুরী, বেলাল হোসেন মিন্টু, আতিক উল্লাহ খান, নোমান উল্লাহ বাহার, আবদুল্লাহ আল নোমান, সরওয়ার কামাল লিটন, মো. মুন্না, বোরহান উদ্দিন গিফারি, একেএম নাইম উদ্দিন সায়েম, আব্দুল মন্নান হৃদয়, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ ইব্রাহিম, মো. সাইফুল আলম তুষার, আব্দুল হাফেজ, আল শাহরিয়া রাফি, আবদুর রহমান রবিন, শাহাদাত হোসেন মুরাদ, কামরুল হাসান, রবিউল হোসেন রানা, মীর সাদ, আবিদ বিন হারুণ, নাহিয়ান হোজাইফ রনি প্রমুখ। অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন বলেন, কর্মসংস্থানহীনতা ও নগর দারিদ্র্যতার কারণে মানুষ গ্রামমুখী হচ্ছে, ফলশ্রুতিতে গ্রামেও করোনার বিস্তার লাভ করছে। মফিজুর রহমান বলেন, করোনা অতিমারিতে সংকট মোকাবেলায় সরকারের পাশাপাশি সকল শ্রেণীপেশার মানুষকে এগিয়ে আসতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমৃত হিন্দু নারীর সৎকার করল গাউসিয়া কমিটি
পরবর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধা মিলন সেনকে খাদ্য সামগ্রী প্রদান