দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি দক্ষিণ জেলার যেকোনো একটি উপজেলায় আলাদা করোনা পরীক্ষার ল্যাব স্থাপনের জন্য প্রধানমন্ত্রী বরাবর আবেদন জানিয়েছেন। তিনি প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের মাধ্যমে এ আবেদন প্রধানমন্ত্রী বরাবর প্রদান করেন।
গত মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, সারা দেশের সাথে পাল্লা দিয়ে চট্টগ্রামেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন ৮টি উপজেলায় করোনা রোগী শনাক্তকরণে শুধুমাত্র নমুনা সংগ্রহ করা হয়। কিন্তু তা পরীক্ষা করার জন্য পাঠানো হয় চট্টগ্রাম শহর বা অন্য কোথাও। দক্ষিণ চট্টগ্রামে করোনা ল্যাব না থাকায় করোনা রিপোর্ট পেতে সময় লাগছে ২ থেকে ৩ দিন বা আরো বেশি। এতে রোগীর চিকিৎসা নিতে দেরি হচ্ছে, অন্যদিকে রোগীর সংস্পর্শে এসে অন্যদেরও করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে। করোনা পরীক্ষার ফলাফল নমুনা সংগ্রহের একদিনের মধ্যে দেয়ার ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে তিনি বলেন, দক্ষিণ জেলার বোয়ালখালী অথবা ৮ উপজেলার যে কোন উপজেলায় একটি করোনা পরীক্ষার ল্যাব স্থাপন করা জরুরি। একদিনে রিপোর্ট দিলে দক্ষিণ চট্টগ্রামের মানুষ উপকৃত হবে। করোনা সংক্রমণের হার অনেকাংশে কমে আসবে। প্রেস বিজ্ঞপ্তি।