করোনা পজেটিভ হাসপাতালে আলমগীর

| বুধবার , ২১ এপ্রিল, ২০২১ at ১১:০০ পূর্বাহ্ণ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা, পরিচালক ও প্রযোজক এম এ আলমগীর। গত রোববার নমুনা পরীক্ষায় করোনাভাইরাস রিপোর্ট পজেটিভ আসার পর গত সোমবার তিনি গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানান ৭১ বছর বয়সী এ অভিনেতা।
আলমগীর বলেন, আমি কোনও চিন্তা করছি না। আমার সর্দি, কাশি, জ্বর কোনো কিছুই নেই। শারীরিকভাকে বেশ স্ট্রং আছি। রিপোর্ট পজেটিভ এসেছে বলে একটু চিকিৎসকদের পর্যবেক্ষণে আছি। আলমগীরের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তার স্ত্রী সংগীতশিল্পী রুনা লায়লা। খবর বিডিনিউজের।
টিকার দুটি ডোজই সম্পন্ন করেছেন তিনি। আলমগীর ও রুনা লায়লা গত ১৪ ফেব্রুয়ারি টিকার প্রথম ডোজ নিয়েছেন; ১৭ এপ্রিল টিকার দ্বিতীয় ডোজ গ্রহণের তিন তিনের ব্যবধানে করোনাভাইরাসে আক্রান্ত হলেন এ অভিনেতা। সদ্য প্রয়াত চিত্রনায়িকা কবরীর বিপরীতে ১৯৭৩ সালে ‘আমার জন্মভূমি’ চলচ্চিত্রের মধ্য দিয়ে নায়ক হিসেবে অভিষেক হয় আলমগীরের। আশি ও নব্বইয়ের দশকের শীর্ষ চিত্রনায়কদের মধ্যে তিনি একজন। অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও প্রযোজনায়ও করেছেন আলমগীর। কাজের সুবাদে নয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধসিনেমার জন্য এলিটার নতুন গান
পরবর্তী নিবন্ধসুচিতার একটি দুটি গল্প