করোনা নেগেটিভ সাকিব আল হাসান

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ১৩ মে, ২০২২ at ১২:৪৯ অপরাহ্ণ

করোনা নেগেটিভ হয়েছেন সাকিব আল হাসান। আজ শুক্রবার বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন সাকিবের পরীক্ষা করানো হয়েছে। তাতে নেগেটিভ এসেছে।

তিনি বলেন, আবার পরীক্ষা করানো হবে। এরপর সাকিবের ফিটনেস দেখে সিদ্ধান্ত নেওয়া হবে সে খেলতে পারবে কিনা। তিনি জানান, সাকিব চট্টগ্রাম আসবে। তবে সব পরীক্ষা নিরীক্ষার পর সিদ্ধান্ত নেওয়া হবে সে খেলতে পারবে কিনা।

পূর্ববর্তী নিবন্ধশ্রীলঙ্কায় কেন একটি জাদুঘরে হামলা চালাল বিক্ষোভকারীরা?
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বন্দরে কনটেইনারে আগুন