কয়েক বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াইয়ের চালিয়ে যাওয়া অর্থহীন ব্যান্ডের গায়ক ও বেইজ গিটারিস্ট সাইদুস সালেহীন খালেদ সুমন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার দুই সপ্তাহের মধ্যেই সেরে উঠেছেন।
শ্রোতাদের কাছে ‘বেইজবাবা সুমন’ নামে পরিচিত এ গায়ক এক ফেইসবুক স্ট্যাটাসে জানান, তার সঙ্গে ছেলে আহনাফও করোনায় আক্রান্ত হয়েছিলেন। তারা দুজনেই এখন করোনামুক্ত। খবর বিডিনিউজের।
দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই চালিয়ে যাওয়া এ গায়ক বর্তমানে স্পাইনাল কর্ডের জটিলতায় ভুগছেন। তার অস্ত্রোপচারের জন্য ১৮ মার্চ জার্মানি যাওয়ার কথা থাকলেও করোনার কারণে যে যাত্রা স্থগিত করেছিলেন সুমন।
২০০৯ সালে তার মেরুদণ্ডে ক্যানসার ধরা পড়ে। পরে তা শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। চিকিৎসা চলাকালীন তিনি গিটার হাতে কণ্ঠে গান তুলেছেন। সর্বশেষ ২০১৬ সালে প্রকাশ হয় অর্থহীনের সপ্তম অ্যালবাম ‘ক্যান্সারের নিশিকাব্য’।
২০১৮ সালের মাঝামাঝি ব্যাংককে এক সড়ক দুর্ঘটনায় সুমনের মেরুদণ্ড মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ব্যাংকক ও সিঙ্গাপুরে তার মেরুদণ্ডে দুটি অস্ত্রোচারের পরও জটিলতা না কাটায় বেশ কয়েকবার জার্মানির জাহনা ক্লিনিকুম অফেনবাখ হাসপাতালে অস্ত্রোপচার করান তিনি।
‘ফ্রিকোয়েন্সি’ নামের একটি ব্যান্ডের মাধ্যমে ১৯৮৬ সালে সংগীত জীবন শুরু করেন সুমন। ১৯৯০ সালে থেকে তিনি ফিলিংস, ওয়ারফেইজসহ দেশের নানা ব্যান্ডে বেইজ বাজিয়েছেন। তিনি প্রথম একক অ্যালবাম প্রকাশ করেন ১৯৯২ সালে। এ পর্যন্ত তার তিনটি একক অ্যালবাম প্রকাশ পেয়েছে। ১৯৯৯ সালে ‘অর্থহীন’ ব্যান্ড গড়ে তোলেন।