করোনা থেকে রক্ষা পেতে মাস্কের বিকল্প নেই : ডা. বিদ্যুৎ বড়ুয়া

| বৃহস্পতিবার , ৭ জানুয়ারি, ২০২১ at ১০:২৯ পূর্বাহ্ণ

নির্বানা বৌদ্ধ মৈত্রী সংগঠনের পক্ষ থেকে গত ৫ জানুয়ারি নগরীর চেরাগী পাহাড় মোড়ে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ কর্মসূচি ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষে পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির সদস্য ও চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রধান উদ্যোক্তা ও নির্বাহী ডা. বিদ্যুৎ বড়ুয়া।
তিনি বলেন, করোনার ভয়াল থাবা থেকে রক্ষা পেতে মাস্কের বিকল্প নেই। মাস্ক পরে সুস্থ থাকলেই কেবল ভ্যাকসিন দিতে পারবো। এতে বিশেষ অতিথি ছিলেন যুবলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য দেবাশীষ পাল দেবু, সরকারি সিটি কলেজ ছাত্রলীগের সভাপতি মো. ইমতিয়াজ বাবলা, ৩৭ নং মুনিরনগর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. সালাউদ্দিন বাবর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৬শ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক
পরবর্তী নিবন্ধপাঁচ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৫