করোনা থেকে বাঁচতে হলে স্বাস্থ্যবিধি মানতে হবে : সুজন

| রবিবার , ১৬ জানুয়ারি, ২০২২ at ১০:২৯ পূর্বাহ্ণ

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন থেকে বাঁচতে হলে সরকারি বিধিনিষেধ কঠোরভাবে মানতে হবে বলে নগরবাসীকে সতর্ক করেছেন নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা এবং চসিক সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। গতকাল শনিবার তিনি এ অভিমত ব্যক্ত করে নগরবাসীকে সতর্ক হওয়ার অনুরোধ জানান।
এসময় তিনি বলেন করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের আক্রান্তের হার খুবই ঊর্ধ্বমুখী। দ্রুতগতিতে এ ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ছে। যে হারে আক্রান্তের সংখ্যা বাড়ছে তা খুবই আশঙ্কাজনক। এক্ষেত্রে মেলা, খেলাসহ সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও জনসম্পৃক্ত আচার অনুষ্ঠান বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আহবান জানান তিনি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিভিও পেট্রোক্যামিকেলের সাথে বিপিসির ন্যাপথা ক্রয় চুক্তি স্বাক্ষর
পরবর্তী নিবন্ধকালারপোল সেতু মার্চে উন্মুক্ত হচ্ছে