করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন থেকে বাঁচতে হলে সরকারি বিধিনিষেধ কঠোরভাবে মানতে হবে বলে নগরবাসীকে সতর্ক করেছেন নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা এবং চসিক সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। গতকাল শনিবার তিনি এ অভিমত ব্যক্ত করে নগরবাসীকে সতর্ক হওয়ার অনুরোধ জানান।
এসময় তিনি বলেন করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের আক্রান্তের হার খুবই ঊর্ধ্বমুখী। দ্রুতগতিতে এ ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ছে। যে হারে আক্রান্তের সংখ্যা বাড়ছে তা খুবই আশঙ্কাজনক। এক্ষেত্রে মেলা, খেলাসহ সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও জনসম্পৃক্ত আচার অনুষ্ঠান বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আহবান জানান তিনি। প্রেস বিজ্ঞপ্তি।