ওয়ানডে সুপার লিগের ম্যাচ খেলতে বাংলাদেশে আসা ৩১ সদস্যের শ্রীলংকা দল বিধি অনুসারে হোটেল কোয়ারেন্টিন পালন করছে। তবে তিনদিনের রুম কোয়ারেন্টিনের আগে প্রথমবারের মতো করোনা পরীক্ষার নমুনাও দিতে হয়েছে সফরকারীদের। সেই পরীক্ষায় আশঙ্কাজনক কোনও কিছু পাওয়া যায়নি। ফল নেগেটিভ এসেছে সবার। লংকান ক্রিকেটারদের নেগেটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী। তিনি বলেছেন, ‘বিমান বন্দর থেকে হোটেলে যাওয়ার পর পরই ক্রিকেটারদের নমুন সংগ্রহ করা হয়। রাববার রাতে ওদের ফল নেগেটিভ এসেছে।’ আরও একবার করোনা নেগেটিভ হলেই অনুশীলন করার সুযোগ পাবেন তারা। আজ মঙ্গলবার দ্বিতীয়বার কোভিড পরীক্ষা করানো হবে। সবমিলিয়ে রুম কোয়ারেন্টিনের সঙ্গে করোনা নেগেটিভ হওয়ার অপেক্ষায় থাকতে হচ্ছে লংকান ক্রিকেটারদের। এই দুই দফা করোনা পরীক্ষার পর সিরিজ চলাকালে আরও দু’বার ক্রিকেটারদের কোভিড পরীক্ষা করানো হবে। সবমিলিয়ে মোট চারটা পরীক্ষা হবে।