বোয়ালখালী প্রেসক্লাবের উদ্যোগে বিনামূল্যে করোনা টিকা নিবন্ধন বুথ উদ্বোধন গত বুধবার উপজেলা কোর্ট ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. জিল্লুর রহমান, উদ্বোধক ছিলেন ছিলেন জাতীয় শ্রমিকলীগের সিনিয়র সহ-সভাপতি হাজি নাছের আলী। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সি. সহ-সভাপতি রেজাউল করিম বাবুল। বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী থানার ওসি আবদুল করিম, প্রবীণ সাংবাদিক মনজুর মোরশেদ, সাবেক সভাপতি লোকমান চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি এডভোকেট সেলিম চৌধুরী, সাবেক সভাপতি অধীর বড়ুয়া, পৌর প্যানেল মেয়র জোবাইদা বেগম, বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের রিপোর্টার হিমাদ্রী রাহা, সমাজ সেবক আলহাজ্ব আবু আকতার, এম, এ তালেব। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক এমরান চৌধুরী, ক্লাবের সাধারণ সম্পাদক মো. ফারুক ইসলাম ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোহাম্মদ নজরুল ইসলাম, ইয়াছিন চৌধুরী মিন্টু, প্রভাস চক্রবর্ত্তী, এস এম নাঈম উদ্দীন, খোরশেদ আলম প্রমুখ। উল্লেখ্য, করোনা টিকার নিবন্ধন কার্যক্রম প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ১টা এবং বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত চলবে।












