করোনা টিকার চতুর্থ ডোজ শুরু ২০ ডিসেম্বর

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৬ ডিসেম্বর, ২০২২ at ৫:২০ পূর্বাহ্ণ

আগামী ২০ ডিসেম্বর (মঙ্গলবার) থেকে চট্টগ্রামে করোনার চতুর্থ ডোজের টিকা প্রদান শুরু হচ্ছে। নগরীর স্থায়ী টিকা কেন্দ্রগুলোতে আগের তিনটির মতো চতুর্থ ডোজও প্রদান করা হবে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০ ডিসেম্বর থেকে করোনার চতুর্থ ডোজ দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।

নগরীর চমেক হাসপাতাল, জেনারেল হাসপাতাল ও সিটি করপোরেশন জেনারেল হাসপাতালসহ টিকা দানের স্থায়ী কেন্দ্রগুলোতে এ কার্যক্রম চালানো হবে। তৃতীয় ডোজ প্রদানের ৪ মাস অতিক্রান্ত হয়েছে এমন ব্যক্তিদের চতুর্থ ডোজ প্রদান করা হবে। করোনা মোকাবেলায় সরকারের শীর্ষ পর্যায়ের সিদ্ধান্তে বুস্টার ডোজ হিসেবে তৃতীয় ডোজের মতো চতুর্থ ডোজ প্রদান করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সিভিল সার্জন বলেন, চতুর্থ ডোজে ফাইজারের টিকা দেওয়া হবে। তবে যেখানে ফাইজার থাকবে না সেখানে সিনোভ্যাকের টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, গত বছরের ২৮ ডিসেম্বর থেকে চট্টগ্রামে করোনার বুস্টার ডোজ হিসেবে তৃতীয় ডোজ প্রদানের কার্যক্রম শুরু হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধ‘মায়ের কান্না’র স্মারক না নেওয়ায় মার্কিন রাষ্ট্রদূত পক্ষপাতদুষ্ট হয়েছেন : তথ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধজনগণকেই বেছে নিতে হবে তারা কী চায়