করোনায় আক্রান্ত হলেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। সমপ্রতি ভারতের চণ্ডিগড় থেকে ফেরেন কৃতি শ্যানন। এরপরই অভিনেত্রীর করোনায় আক্রান্তের খবর পাওয়া যায়। খবর বাংলানিউজের।
জানা গেছে, অভিনেতা রাজকুমার রাওয়ের সঙ্গে চণ্ডিগড়ে শুটিং করছিলেন কৃতি। সেখান থেকে ফেরার পরপরই তিনি করোনায় আক্রান্ত হন । যদিও তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
সমপ্রতি চণ্ডিগড় থেকে ফেরার পর করোনায় আক্রান্ত হন বরুণ ধাওয়ান, নীতু কাপুরও। জানা যায়, ‘যুগ যুগ জিও’র শুটিং থেকে ফেরার পর নীতু এবং বরুণ করোনায় আক্রান্ত হন। যদিও ওই সিনেমায় অন্য দুজন অর্থাৎ অনিল কাপুর এবং কিয়ারা আদভানির রিপোর্ট নেগেটিভ এসেছে।
ক’দিন আগে সানি দেওলও করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে হিমাচল প্রদেশে নিজের বাগান বাড়িতে রয়েছেন সানি দেওল। সেখানেই আপাতত তিনি নিভৃতাবাসে রয়েছেন বলে জানা যায়।