এএফসি কাপে খেলতে বিমানবন্দরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা। সন্ধ্যাতেই মালদ্বীপ যাওয়ার ফ্লাইটে তাদের চড়ার কথা ছিল। কিন্তু যাওয়ার আগ মুহূর্তে শুনতে হলো দুঃসংবাদ! টুর্নামেন্টের গ্রুপ পর্ব স্থগিত করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। করোনাভাইরাসের প্রকোপে আপাতত হচ্ছে না টুর্নামেন্টটি। এএফসি বলেছে, পরবর্তীতে খেলার সময়সূচি জানানো হবে।
মালদ্বীপ সরকার বাংলাদেশসহ সাতটি দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়ায় এএফসি কাপ স্থগিত হয়ে গেছে। আগামী ১৪ মে মালদ্বীপে এএফসি কাপ-২০২১ এর গ্রুপ পর্বের খেলা শুরু কথা ছিল। করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়া বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, আফগানিস্তান, নেপাল ও ভুটান-এই সাত দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে মালদ্বীপ সরকার। এ কারণে এএফসি কাপ স্থগিত হয়ে যায়। বাংলাদেশের বসুন্ধরা কিংসের সঙ্গে ‘ডি’ গ্রুপে রয়েছে ভারতের মোহনবাগান, মালদ্বীপের মাজিয়া স্পোর্টস। তাদের সঙ্গী হবে বেঙ্গালুরু এফসি ও ঈগলস ম্যাচের জয়ী দল। এই ম্যাচ হওয়ার কথা ছিল মঙ্গলবার। গ্রুপপর্বের উদ্বোধনী দিনে মালদ্বীপের লিগের ২০১৯-২০ মৌসুমের চ্যাম্পিয়ন মাজিয়ার মুখোমুখি হওয়ার কথা ছিল কিংসের।