দারুল মুস্তফা মডেল মাদরাসার পরিচালক নঈমুল ইসলাম পুতুল বলেন, করোনাকালে গাউসিয়া কমিটি বাংলাদেশ মানবিক সেবায় দৃষ্টান্ত স্থাপন করেছে। গাউসিয়া কমিটিকে মানবিক কর্মযজ্ঞের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রীয়ভাবে সম্মাননা প্রদান সময়ের দাবি। গত ৯ মে দারুল মুস্তফা মডেল মাদরাসার আয়োজনে বিভিন্ন শ্রেণিপেশার বিশিষ্টজন ও সম্মুখযোদ্ধা গাউসিয়া কমিটির দাফন-কাফন সৎকার টিমের সম্মানে ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটির কেন্দ্রীয় চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ। প্রধান বক্তা ছিলেন গাউসিয়া কমিটির যুগ্ম মহাসচিব আ্যডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার। উদ্বোধক ছিলেন গাউসিয়া কমিটি মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ। অনুষ্ঠানে মাছুমুর রশিদ কাদেরীর সঞ্চালনায় অতিথি ও আলোচক ছিলেন প্রভাষক মাওলানা আবুল আসাদ মুহাম্মদ জোবাইর রজভী, অধ্যক্ষ আবু তালেব বেলাল, অ্যাড. আব্দুর রশিদ দৌলতী, মাওলানা আব্দুল মালেক, জহিরুল আনোয়ার, এম এ হোসাইন, নাছির উদ্দীন মাহমুদ, এনামুল হক ছিদ্দিকী, শফিউল আলম, আলী আক্কাস নূরী, এনামুল হক, মুনির উদ্দীন সোহেল, ইলিয়াস আলকাদেরী, রেজাউল করিম জসিম, মুহাম্মদ মহিউদ্দীন, নুরুল হুদা মুহাম্মদ আক্কাস প্রমুখ। অনুষ্ঠানে গাউসিয়া কমিটি নেতৃবৃন্দের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।












