করোনায় শ্রমজীবী মানুষের জন্য কোনো বরাদ্দ দেয়নি সরকার

ক্ষতিগ্রস্তদের মাঝে রান্না করা খাবার বিতরণকালে নোমান

| রবিবার , ২৫ জুলাই, ২০২১ at ১১:২৯ পূর্বাহ্ণ

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান বলেছেন, চলমান ভয়াবহ করোনা পরিস্থিতি এবং লকডাউনে অনেক শ্রমিক, কর্মচারী, দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ বেকার হয়ে পড়েছেন। সব কিছু বন্ধ হয়ে যাওয়াতে সাধারণ দিন আনে দিন খাওয়া মানুষগুলো অসহায় অবস্থার মধ্যে আছে, অনেকে না খেয়ে আছে। সরকার এ বিষয়ে কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি। তারা একটা প্যাকেজ দিয়েছে যে, প্যাকেজে শুধুমাত্র যারা বিত্তশালী, যারা বিভিন্ন ব্যাংক ও গার্মেন্টসের সঙ্গে জড়িত তাদের জন্যে এই প্যাকেজগুলো করা হয়েছে। তাও শুধুমাত্র ঋণের জন্য। এই প্যাকেজটা একটা ব্যাংক ঋণের প্যাকেজ। সাধারণ শ্রমজীবী মানুষের জন্য কোনো বরাদ্দ নেই। অসহায় মানুষের সাহায্যে বিত্তশালীদেরও এগিয়ে আসার আহবান জানান। গতকাল শনিবাব দুপুরে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদলের উদ্যোগে তার পক্ষ থেকে করোনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের মাঝে রান্না করা খাবার বিতরণকালে ভাচুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব তিনি কথা বলেন।
প্রধান বক্তার বক্তব্যে মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, করোনায় অসহায় পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে কোন ধরনের ত্রাণ সহযোগিতা না দেয়ার কারণে তারা আজকে মানবেতর জীবনযাপন করছে। সরকারের দুর্নীতি আজকে সারা দেশকে গ্রাস করেছে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর। চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদলের সভাপতি এ এম নাজিম উদ্দীনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহারের পরিচালনায় আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ সবুর, আর ইউ চৌধুরী শাহীন, মনজুর রহমান চৌধুরী, শ. ম. জামাল উদ্দিন, গাজী আইয়ুব আলী, আবদুল হালিম স্বপন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকরোনা মোকাবেলায় সেন্ট্রাল হটলাইন চালু করুন
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে কঠোর লকডাউনে জরিমানা