ফিরিঙ্গী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (প্রাক-প্রাথমিক) শাহানা আক্তার (২৭) গত ২৫ এপ্রিল রাত সাড়ে ১০টায় চমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তিনি নগরীর বাকলিয়াস্থ কল্পলোক আবাসিক এলাকার মনিরাজ সিদ্দিকীর স্ত্রী। গত ১৮ দিন আগে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর শ্বাসকষ্ট ও ব্রেইন স্ট্রোকজনিত কারণে মৃত্যুর কোলে ঢলে পড়েন শাহানা। মৃত্যুকালে তিনি স্বামী ও শাশুড়িসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল সোমবার সকালে জানাযা শেষে নগরীর চৈতন্য গলিস্থ নগর বাইশ মহল্লা কবরস্থানে মরহুমার মরদেহ দাফন করা হয়। মরহুমার ইন্তেকালে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন কোতোয়ালী থানা শিক্ষা অফিসের সকল কর্মকর্তা, থানাধীন সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষকা ও কর্মচারীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।