করোনায় শব্দসৈনিক ডা. সুলতান উল আলমের ইন্তেকাল

মীরসরাই প্রতিনিধি | মঙ্গলবার , ১৬ মার্চ, ২০২১ at ১২:০৮ অপরাহ্ণ

স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্রের শব্দসৈনিক, চট্টগ্রাম মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান, প্রফেসর ডা. সুলতান উল আলম রোববার দিবাগত রাত ৩ টায় নগরীর একটি হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ১ পুত্র, ২ কন্যা এবং স্ত্রীসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল সোমবার সকাল ১০.০৫ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজের কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাঁর গ্রামের বাড়ি মীরসরাইর জোরারগঞ্জ থানার কাটাছড়া ইউনিয়নের তেমুহানি গ্রামে নিয়ে যাওয়া হয়। বাদ আছর মীরসরাইর নিজবাড়ি প্রাঙ্গণে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি প্রফেসর ডা. সুলতান উল আলমের করোনা পজিটিভ ধরা পড়ে। এর দুদিন পর ২৩ ফেব্রুয়ারি তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। শারীরিক অবস্থার অবনতি হলে ১২ মার্চ পার্কভিউ হাসপাতালের আইসিইউতে নেয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধনিজাম উদ্দিন খালেদ
পরবর্তী নিবন্ধপটিয়ায় ধর্ষণের শিকার তরুণী ৯ মাসের অন্তঃসত্ত্বা