করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আবদুর রহমান মানিক (৩৬) নামে লোহাগাড়ার এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ৮টার দিকে নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। উপজেলার চুনতি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দারোগা পাড়ার মৃত নুরুল আমিনের পুত্র মানিক ব্যক্তি জীবনে ২ সন্তানের জনক। তিনি পেশায় একজন ঠিকাদার। স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের চাচাতো ভাই নুরুন্নবী কবির জানান, গত ২৯ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন আবদুর রহমান মানিক। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। গতকাল সন্ধ্যায় স্বাস্থ্যবিধি মেনে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয় বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছেন।












