করোনায় মৃতদের দাফন সৎকারে কোয়ান্টাম ফাউন্ডেশন

| রবিবার , ৪ জুলাই, ২০২১ at ৮:০০ পূর্বাহ্ণ

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রভাবে বিপর্যস্ত জনজীবন। দীর্ঘ হচ্ছে আক্রান্ত ও মৃতের মিছিল। নিকটাত্মীয়ের শেষ বিদায়েও অংশ নিচ্ছেন না স্বজনরা। এমনই এক পরিস্থিতিতে করোনায় মৃতদের সৎকারে এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবী সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশন। করোনায় হাজারো মৃতের শেষ যাত্রায় পাশে ছিল এই স্বেচ্ছাসেবী সংগঠনটি। হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সারাদেশে করোনায় আক্রান্ত কিংবা উপসর্গে মৃতদের শেষ বিদায় জানাতে হাজির হচ্ছেন কোয়ান্টাম দাফন কার্যক্রমের স্বেচ্ছাসেবী দল। যার যার ধর্মের রীতি অনুযায়ী সম্মানের সঙ্গে মরদেহের শেষকৃত্য সম্পন্ন করছেন তারা।
গত বছর ৭ এপ্রিল থেকে শুরু হয়ে সর্বধর্মীয় মানুষের শেষ যাত্রার সেবায় চলছে কোয়ান্টাম ফাউন্ডেশনের এ দাফন সেবা। ৫০ জন পুরুষ ও ২৫ জন নারী নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী টিমটি ইতিমধ্যে হিন্দু ধর্মাবলম্বী সৎকার করেছে ৯৯ জনকে, বৌদ্ধ অন্তেষ্টিক্রিয়া ১৮ জনকে, খ্রিস্টান ৫ জনকে সমাধি এবং মুসলিম ২৫৩ জনকে দাফন সেবা দেয়।
কোয়ান্টাম ফাউন্ডেশন চট্টগ্রাম সেন্টারের দাফন কার্যক্রমের আহ্বায়ক দেবাশীষ পাল দেবু বলেন, কোভিড-১৯ দাফন কার্যক্রমের হিন্দু, মুসলিম, বৌদ্ধ বা খ্রিস্টান সব ধর্মের জন্যই আমাদের প্রস্তুতি রয়েছে। এ পর্যন্ত মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, শিল্পী, কবি, সাহিত্যিক, চিকিৎসকসহ সব শ্রেণি-পেশার মানুষের শেষযাত্রার অনুষ্ঠানে ছিল কোয়ান্টাম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজানের প্রতি ইউনিয়নে ন্যায্যমূল্যের দোকান
পরবর্তী নিবন্ধঅধ্যাপক আফজল মতিন সিদ্দিকীর মৃত্যুবার্ষিকী আজ