করোনায় মারা গেলেন সিএসই’র সাবেক ব্যবস্থাপনা পরিচালক মারুফ মতিন

আজাদী প্রতিবেদন | সোমবার , ২১ সেপ্টেম্বর, ২০২০ at ১১:০২ পূর্বাহ্ণ

করোনায় মারা গেলেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও মাসলিন ক্যাপিটালের প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়ালি-উল মারুফ মতিন। গতকাল রোববার সকাল পৌনে ৭টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল (ইন্নালিল্লাহে–রাজেউন) করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, এক কন্যা, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ আছর নামাজে জানাজা শেষে মেহেরপুরের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্চ প্রতিষ্ঠাকালে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরবর্তীতে তিনি ঢাকা চলে যান। ২০১৪ সালে তিনি তিন বছরের চুক্তিতে চট্টগ্রাম স্টক এঙচেঞ্চের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন। কিন্তু তিন বছরের মেয়াদ শেষ হওয়ার আগেই ২০১৬ সালে তিনি পদত্যাগ করে ঢাকায় ফিরে যান। এরপর একেবারে নতুন ধাঁচের ব্যবসা ভেঞ্চার ক্যাপিটাল নিয়ে কাজ শুরু করেন।

পূর্ববর্তী নিবন্ধএসআইবিএল ও পেইজ ডেভেলপমেন্ট সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি
পরবর্তী নিবন্ধমুফতি আলাউদ্দীন জিহাদীর মুক্তি দাবিতে প্রতিবাদ সমাবেশ