ঘাসফুল নির্বাহী পরিষদের ১০৮তম সভা পরিষদের চেয়ারম্যান ড. মনজুর-উল-আমিন চৌধুরীর সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গতকাল অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গভীর শোক ও শ্রদ্ধা নিবেদন করা হয়। সভায় চলমান কোভিড পরিস্থিতিতে সংস্থার কার্যক্রম নিয়ে এজেন্ডাভিত্তিক আলোচনা হয় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত ছিলেন ঘাসফুল নির্বাহী পরিষদের সহসভাপতি শিব নারায়ন কৈরী, সাধারণ সম্পাদক সমিহা সলিম, যুগ্ম-সাধারণ সম্পাদক কবিতা বড়ুয়া, নির্বাহী সদস্য প্রফেসর ড. জয়নাব বেগম ও পারভীন মাহমুদ এফসিএ। আরো উপস্থিত ছিলেন সংস্থার সিইও আফতাবুর রহমান জাফরী, পরিচালক (অপারেশন) মোহাম্মদ ফরিদুর রহমান, প্রশাসন ও মানবসম্পদ বিভাগের উপপরিচালক মফিজুর রহমান, অর্থ ও হিসাব বিভাগের উপপরিচালক মারুফুল করিম চৌধুরী, অডিট ও মনিটরিং বিভাগের ব্যবস্থাপক টুটুল কুমার দাশ ও এসডিপির ফোকাল পার্সন নাছির উদ্দিন প্রমুখ।
সভায় শিক্ষাবৃত্তি কার্যক্রমের আওতায় সংস্থা থেকে দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি এবং আদিবাসী, ত্রিপুরা ও হরিজন সস্প্রদায়ের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া ঘাসফুলে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী করা হয়। ঘাসফুল পরাণ রহমান স্কুল শিক্ষার্থীদের মাঝে অনলাইনের মাধ্যমে শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে রচনা প্রতিযোগিতা এবং ঘাসফুল সেকেন্ড চান্স এডুকেশন কর্মসূচির শিক্ষার্থীদের নিয়ে রচনা ও চিত্রাংকনসহ ২টি প্রতিযোগিতার আয়োজন করা হয়। তাছাড়া করোনাকালীণ সময়ে মানবিক সহায়তা কার্যক্রম সম্প্রসারণের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস বিজ্ঞপ্তি।