মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেছেন, রমজান মাস আত্মশুদ্ধির মাস। এ মাসে নেওয়া প্রশিক্ষণই আমাদের প্রকৃত ঈমানদার হিসাবে গড়ে তুলবে। জীবনকে দ্বীন ইসলামের পরিশুদ্ধ ধারায় পরিচালিত করতে কাজ করে যাচ্ছে গাউসিয়া কমিটি। এ সংগঠনের কর্মীরা করোনা মহামারীতে আতঙ্কিত মানুষের পাশে থেকে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। বক্তারা ঈমান-আক্বিদা রক্ষায় গাউসিয়া কমিটির পতাকাতলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। গাউসিয়া কমিটি বাংলাদেশ দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের আওতাধীন শাপলা আ/এ, শ্যামলী আ/এ ও আর্টিলারি মোড় যৌথ ইউনিটের আয়োজনে ইফতার মাহফিলের আলোচনা সভা গতকাল শুক্রবার আর্টিলারি মোড়ে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ইউনিট সভাপতি অ্যাডভোকেট মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম সোহেলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন পাহাড়তলী থানা শাখা গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক মো. মোছলেম উদ্দিন। অতিথি ছিলেন উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ, মো. কাশেম, আজহার উদ্দিন, মো. ফারুক, মো. জহির উদ্দিন। উপস্থিত ছিলেন সহ সভাপতি নজরুল ইসলাম আবু, কামরুল আহসান কাউছার, মো. শরীফ, জিয়াউল হাসান খসরু, মো. মনির, প্রকৌশলী মো. মামুন, রফিকুল ইসলাম রুবেল, সাহাবুদ্দিন, হুমায়ুন প্রমুখ। পরে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করেন মো. আকবর। প্রেস বিজ্ঞপ্তি।








