করোনা ভাইরাসে আক্রান্ত বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল বুধবার বেলা সোয়া ১টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
খালেদা জিয়ার দুই মেয়াদের সরকারে মন্ত্রীসভায় দায়িত্ব পালন করা কামাল ইবনে ইউসুফের বয়স হয়েছিল ৮০ বছর। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ১৯ নভেম্বর তিনি হাসপাতালে ভর্তি হন। তিন দিনের মাথায় তার দেহে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। গত এক সপ্তাহ ধরে তাকে হাসপাতালে ভেন্টিলেটশনে রাখা হয়েছিল। খবর বিডিনিউজের।












