করোনায় বিএনপির ভাইস চেয়ারম্যান রুহুল আলম চৌধুরীর মৃত্যু

| রবিবার , ২১ মার্চ, ২০২১ at ১০:২৮ পূর্বাহ্ণ

বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রুহুল আলম চৌধুরী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার বেলা সোয়া ১১টার দিকে তার মৃত্যু হয় বলে বিএনপির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স জানান।
তিনি বলেন, করোনায় আক্রান্ত হয়ে উনি হাসপাতালে ছিলেন। তার অবস্থা সঙ্কটাপন্ন ছিল। খবর বিডিনিউজের।
৭৬ বছর বয়সী রুহুল আলম চৌধুরীর নমুনা পরীক্ষায় সংক্রমণ ধরা পড়লে গত ১০ মার্চ তাকে সিএমএইচ-এ ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৩ মার্চ থেকে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। রুহুল আলম চৌধুরী ২০০৬ সালে ইয়াজ উদ্দিন আহমেদের নেতৃত্বাধীন বিতর্কিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। ২০০৭ সালের ১১ জানুয়ারি পর্যন্ত তিনি ওই দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলের পর রুহুল আলম চৌধুরী দলের ভাইস চেয়ারম্যান হন। এর আগে তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ছিলেন।
রুহুল আলম চৌধুরী ১৯৪৭ সালের ২৪ আগস্ট কক্সবাজারের পেকুয়া উপজেলা মগনামা গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬৬ সালে পাকিস্তান সামরিক একাডেমি থেকে প্রশিক্ষণ শেষে আমর্ড কোরে যোগ দেন। দেশ স্বাধীন হওয়ার পরে ১৯৭২ সালে যোগ দেন বাংলাদেশ সেনাবাহিনীতে।
তিনি বাংলাদেশ সেনাবাহিনীর আমর্ড কোরের প্রথম পরিচালক ছিলেন। ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল স্টাফ অফিসার (অপারেশন), প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের মহাপরিচালক এবং রাষ্ট্রপতির সামরিক সচিবের দায়িত্বও তিনি বিভিন্ন সময়ে পালন করেছেন। স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন রুহুল আলম চৌধুরী। ওইদিনই বাদ আসর বনানী সামরিক কবরস্থানে দাফন করা হয় তাকে।
রুহুল আলম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, বেগম রোজী কবির, এস এম ফজলুল হক, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, সদস্য সচিব মোস্তাক আহমেদ খান, চট্টগ্রামস্ত চকরিয়া সমিতির সভাপতি লায়ন কমরুদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক হামিদ হোছাইন।

পূর্ববর্তী নিবন্ধএক মাসে ১৭ দুর্ঘটনা ১২ জনের প্রাণহানি
পরবর্তী নিবন্ধমিষ্টিজাত পণ্যে ক্ষতিকর রং ও ফ্লেভার