চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের যুগ্ম ব্যবস্থাপনা পরিচালক ডা. ফরিদুল আলম রেজা শোকরানা করোনা আক্রান্ত হয়ে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকাল ১১টায় ইন্তেকাল (ইন্না লিল্লাহে…রাজেউন) করেছেন। চমেক এমবিবিএস ৮ম ব্যাচের ছাত্র ডা. শোকরানার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে (ব্যাংক কর্মকর্তা), এক মেয়ে (চিকিৎসক) আত্মীয়-স্বজনসহ অসংখ্যগুণগ্রাহী রেখে যান। গতরাত দশটায় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল প্রাঙ্গনে ও আজ (বুধবার) সকাল দশটায় চকরিয়ার কাকারা উমর শাহ মাজার প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।












