গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ১৮৫টি নমুনা পরীক্ষা করে ১৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ১ দশমিক ৪৩ শতাংশ। বুধবার (২৯ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা যায়।
এদিন করোনায় ১ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট মৃত্যুবরণ করেছেন ১ হাজার ২৯৬ জন। এছাড়া নতুন শনাক্ত ১৭ জনের মধ্যে ১৩ জন মহানগর এলাকার এবং ১৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট শনাক্ত ১ লাখ ১ হাজার ৬৮০ জন।-বাংলানিউজ
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৮৫টি নমুনা পরীক্ষা করে ১৭ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। সাধারণ মানুষের প্রতি অনুরোধ, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলাচল করুন।