করোনায় চট্টগ্রামে নতুন আক্রান্ত ১৯৮, মৃত্যু ৪ জনের

আজাদী অনলাইন | মঙ্গলবার , ৭ সেপ্টেম্বর, ২০২১ at ৫:০৩ অপরাহ্ণ

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৫৬৯টি নমুনা পরীক্ষা করে ১৯৮ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। করোনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ১২ দশমিক ৬১ শতাংশ। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন এ তথ্য জানা যায়।

এদিন, করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ জন বিভিন্ন উপজেলা এলাকা এবং ২ জন মহানগর এরাকার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট মৃত্যুবরণ করেছেন ১ হাজার ২৫৫ জন। এছাড়া নতুন শনাক্ত ১৯৮ জনের মধ্যে ১০২ জন মহানগর এলাকার এবং ৯৬ জন বিভিন্ন উপজেলা এলাকার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট শনাক্ত ১ লাখ ৩১৯ জন।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামে করোনা সংক্রমণ কিছুটা নিম্নমুখী। সকলে সচেতন হলে এ সংক্রমণের হার নিয়ন্ত্রণে৷ রাখা সম্ভব হবে। সকলের প্রতি অনুরোধ নিয়মিত মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে চলুন।

পূর্ববর্তী নিবন্ধসাদার্ন ইউনিভার্সিটির মেলায় ভর্তিতে বিশেষ ছাড়
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে অনুমোদনহীন বেকারিতে অভিযান, ২ লাখ টাকা জরিমানা