করোনায় চট্টগ্রামে নতুন আক্রান্ত ৩৩, মৃত্যু ২ জনের

আজাদী অনলাইন | মঙ্গলবার , ২৮ সেপ্টেম্বর, ২০২১ at ১:৫৪ অপরাহ্ণ

চট্টগ্রামে সংক্রমণ কমে ২ শতাংশে নেমেছে। হাসপাতালগুলোতে কমেছে রোগীর চাপও। চিকিৎসকরা বলছেন, স্বাস্থ্য সচেতনতাই পারে সংক্রমণের হার নিম্নমুখী রাখতে। এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩৩ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ২৩১টি নমুনা পরীক্ষা করা হয়। এদিন শনাক্ত হওয়া ৩৩ জনের মধ্যে ২০ জন নগর এলাকায় এবং ১৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ ছাড়া এ দিন করোনায় চট্টগ্রামে ২ জনের মৃত্যু হয়েছে।-বাংলানিউজ

চিকিৎসকরা বলছেন, হাসপাতালে রোগীর চাপ কমেছে। তবে এর মানে এই নয় আর করোনা হবে না। সবাইকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

পূর্ববর্তী নিবন্ধড্রেনে পড়ে নিখোঁজ কলেজছাত্রীর লাশ ৫ ঘণ্টা পর উদ্ধার (ভিডিও সহ)
পরবর্তী নিবন্ধমুফতি কাজী ইব্রাহীম আটক