চট্টগ্রামে করোনার সংক্রমণ কমে ৩ শতাংশে নেমেছে। হাসপাতালগুলোতে কমেছে রোগীর চাপও। চিকিৎসকরা বলছেন, স্বাস্থ্য সচেতনতাই পারে সংক্রমণের হার নিম্নমুখী রাখতে। এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৪১ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
রোববার (৩ অক্টোবর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৩৩৩টি নমুনা পরীক্ষা করা হয়। এদিন শনাক্ত হওয়া ৪১ জনের মধ্যে ২০ জন মহানগর এলাকায় এবং ২১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এছাড়া এদিন করোনায় চট্টগ্রামে ৩ জনের মৃত্যু হয়েছে।-বাংলানিউজ
চিকিৎসকরা বলছেন, হাসপাতালে রোগীর চাপ কমেছে। তবে এর মানে এই নয় আর করোনা হবে না। সকলকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।