করোনায় গুজব ছড়ানো ডাক্তার এখন মেয়র হতে চান

গণসংযোগকালে রেজাউল

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৩ জানুয়ারি, ২০২১ at ৮:১৪ পূর্বাহ্ণ

করোনাভাইরাস মহামারিতে গুজব ছড়ানো ডাক্তার মেয়র হতে চান বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। গতকাল মঙ্গলবার বিকালে নগরীর পশ্চিম ষোলশহর, শুলকবহর ও চকবাজার ওয়ার্ডে গণসংযোগকালে বিভিন্ন পথসভায় বক্তব্য রাখেন তিনি। এ সময় তিনি আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠেয় চসিক নির্বাচনে ভোটারদের স্বাস্থ্যবিধি মেনে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
তিনি বলেন, আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য। মেয়র হতে চাই মানুষের সেবা করার জন্য। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা চট্টগ্রামকে আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ একটি সিটি হিসেবে গড়তে চান। চট্টগ্রামের মানুষের জীবনমানের উন্নতি করতে চান। চট্টগ্রামের মানুষের সেবা করার জন্য, বিশ্বমানের চট্টগ্রাম গড়ার জন্য তিনি আমার প্রতি আস্থা রেখে মেয়র পদে মনোনয়ন ও নৌকা প্রতীক দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন ভোট চাইতে। শেখ হাসিনার স্বপ্নের চট্টগ্রাম গড়তে আপনাদের কাছে নৌকায় ভোট চাই।
তিনি আরো বলেন, মেয়র নির্বাচিত হয়ে আমি মাদক, সন্ত্রাস, রাহাজানি, যানজট, জলজটমুক্ত এবং পরিবেশবান্ধব, নারী ও শিশুবান্ধব, শিক্ষা-সংস্কৃতি-ক্রীড়াবান্ধব, বাণিজ্য অনুকূল, স্বাস্থ্যসম্মত নগরী হিসেবে গড়ে তুলব ৫ম পৃষ্ঠার ৪র্থ
ইনশাআল্লাহ। পথসভায় রেজাউল বলেন, করোনা মহামারিতে আমরা যখন ডাক্তার-নার্সদের নিয়ে মানুষকে সেবা দিতে, সাহস দিতে নগরব্যাপী ছুটে বেড়াচ্ছিলাম, ডাক্তার নামের এক ব্যক্তি গুজব ছড়িয়ে ডাক্তার, স্বাস্থ্যকর্মী ও ক্লিনিক মালিকদের মনোবল ভেঙে দিয়েছিলেন। আমরা যখন রোগীদের দ্রুত হসপিটালে আনার জন্য গাড়ি, অঙিজেন নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছি, তখন ডাক্তার নামের ওই ব্যক্তির প্ররোচনায় ক্লিনিকগুলোতে তালা ঝুলানো হয়েছে। হাসপাতাল, ক্লিনিকের গেটে স্বজন হারাতে হয়েছে আমাদের। আমরা যখন ব্যক্তি উদ্যোগে সাধারণ চিকিৎসা দিতে ওয়ার্ডে ওয়ার্ডে চিকিৎসাসেবা ক্যাম্প করছি, করোনা সন্দেহভাজন রোগীদের জন্য আইসোলেশন সেন্টার করে অঙিজেন নিশ্চিত করে যাচ্ছি, তখন ওই ডাক্তার সাহেব ও তার দলের লোকেরা ঘরে বসে অনলাইনে গুজব ছড়াতে ব্যস্ত ছিলেন। ওই গুজবি ডাক্তার এখন মেয়র হতে চান। মেয়র হতে গেলে ভোট লাগবে, ভোটের জন্য মানুষের কাছে যেতে হবে। তা না করে তারা যায় অফিসে নালিশ জানাতে। তারা এখন জনগণের কাছে ভোট চাইতে লজ্জা পায়। জনগণের কাছে না গিয়ে, ভোট না চেয়ে শুধু নালিশ জানিয়ে মেয়র হওয়া যায় না।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, সদস্য মো. বেলাল উদ্দিন, চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি সাহবুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আনসারুল হক, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক কে বি এম শাহজাহান, পশ্চিম ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবদুল রহিম, কাউন্সিলর প্রার্থী মো. মোবারক আলী, শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক শেখ সরওয়ার্দী, কাউন্সিলর প্রার্থী মোরশেদ আলম, যুবলীগ নেতা নুরুল আনোয়ার, সেচ্ছাসেবকলীগ নেতা দেবাশীষ নাথ দেবু, চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাহেরুল ইসলাম, কাউন্সিলর প্রার্থী সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টু, মহিলা কাউন্সিলর প্রার্থী জেসমিন পানভীন জেসী ও রুমকি সেনগুপ্ত।
দুপুরে তিনি স্বজন সুপার মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। সভায় মহানগর আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আহমদুর রহমান সিদ্দীকি ও মোহাম্মদ শাহজাহান সুফি বিশেষ অতিথির বক্তব্য দেন। কল্যাণ সমিতির সভাপতি দেলোয়ার হোসেন লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল মনসুর সিকদারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন আবুল কাশেম, মো. এখতেয়ার হোসেন, দিদারুল আলম, খোরশেদ আলম, মো. শাহ আলম, মো. মামুন খলিফা, মো. আবদুর রশিদ ও হারুনুর রশিদ।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচিত হলে গৃহহীনদের পুনর্বাসনের উদ্যোগ নেব
পরবর্তী নিবন্ধঘুমধুমে গুঁড়িয়ে দেয়া হল ৩ অবৈধ ইটভাটা