করোনায় কক্সবাজারে কলেজ শিক্ষকের মৃত্যু

আজাদী অনলাইন | সোমবার , ৫ অক্টোবর, ২০২০ at ১১:১০ পূর্বাহ্ণ

কক্সবাজারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নুরুল আলম জিকু (৫২) নামে এক কলেজশিক্ষকের মৃত্যু হয়েছে। রোববার (৪ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১১টার দিকে জেলা সদর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জিকু জেলার চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের দক্ষিণ মেদা কচ্ছপিয়া স্কুলপাড়ার বাসিন্দা মরহুম নজু মিয়ার ছেলে। তিনি উপজেলার ডুলাহাজারা কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক ছিলেন।

সোমবার (৫ অক্টোবর) জোহরের নামাজের পর দক্ষিণ মেদাকচ্ছপিয়া স্কুলপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডাক্তার মোহাম্মদ শাহীন আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।-বাংলানিউজ

জিকুর ছোট ভাই ডা. নুরুল হুদা জানান, করোনার উপসর্গ নিয়ে গত ২৫ সেপ্টেম্বর তাকে জেলা সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি করানো হয়। গত ৩০ সেপ্টেম্বর তার করোনা পজিটিভ ধরা পড়ে। এরপর তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।

পূর্ববর্তী নিবন্ধহায়দরাবাদকে হারালো মুম্বাই ৩ ম্যাচ পর জিতল চেন্নাই
পরবর্তী নিবন্ধচন্দ্রঘোনায় সংরক্ষিত মহিলা আসনে প্রতীক বরাদ্দ