করোনায় কক্সবাজারে আরও ৪ জনের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি | রবিবার , ২৫ জুলাই, ২০২১ at ১০:২৭ অপরাহ্ণ

কক্সবাজারে করোনায় আক্রান্ত আরো চারজন রোগীর মৃত্যু হয়েছে। আগের দিনও তিনজনের মৃত্যু হয়। এ নিয়ে গত ১০ িদিনে জেলায় ৩১ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭৭ জন করোনা শনাক্ত হয়েছেন।

জেলার সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান আজ রবিবার (২৫ জুলাই) বিকেলে জানান, গত ২৪ ঘণ্টায় কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও হাসপাতালের র‌্যাপিড অ্যান্টিজেন্ট টেস্টে ১৭৭ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৪০ দশমিক দশমিক ৪১ শতাংশ।

তিনি জানান, জেলায় এ পর্যন্ত ১৭২ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ২৮৪ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৩ হাজার ১৪৫ জন। সুস্থতার হার ৮০ দশমিক ৭৩ শতাংশ, মৃত্যুর হার ১ দশমিক ৩১ শতাংশ।

হোম আইসোলেশনে আছেন দুই হাজার ৩১২ জন এবং প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন ৪৭৭ জন।

পূর্ববর্তী নিবন্ধশামীমের ঝড়ো ব্যাটিংয়ে টি-টোয়েন্টি সিরিজ জয় বাংলাদেশের
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে গৃহবধূর মৃত্যু