দেশে করোনাভাইরাসে এক দিনে সর্বোচ্চ মৃত্যু হয়েছে। আক্রান্তদের মধ্যে এই এক দিনে মারা গেছেন ১৪৩ জন যা এ যাবৎকালের সর্বোচ্চ।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আজ বৃহস্পতিবার (১ জুলাই) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় শুধু খুলনা বিভাগেই মারা গেছেন ৪৬ জন আর ঢাকা বিভাগে ৩৫ জন। বিডিনিউজ
গত এপ্রিলের রেকর্ড ভেঙে ২৭ জুন এক দিনে ১১৯ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। তার চার দিনের মাথায় নতুন রেকর্ড দেখতে হলো বাংলাদেশকে।
গত এক দিনে মারা যাওয়া ১৪৩ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৪ হাজার ৪৬৪ জনে।
দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৮ হাজার ৩০১ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। সব মিলিয়ে দেশে এ পর্যন্ত প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৯ লাখ ২১ হাজার ৫৫৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুধু ঢাকা বিভাগেই গত এক দিনে ৩ হাজার ৩৭৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছে যা দিনের মোট শনাক্তের ৪০ শতাংশের বেশি।
সরকারি হিসাবে গত এক দিনে আরও ৪ হাজার ৬৬৩ জন সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ২০ হাজার ৯১৩ জন।