করোনায় এক দিনে রেকর্ড ১০২ মৃত্যু

আজাদী অনলাইন | রবিবার , ১৮ এপ্রিল, ২০২১ at ৪:৪৪ অপরাহ্ণ

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০২ জনের মৃত্যু হয়েছে যা দেশে একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু।
এ নিয়ে টানা তিন দিন করোনায় একশয়ের বেশি মানুষের মৃত্যু হলো। এ ১০২ জন সহ দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ১০ হাজার ৩৮৫ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন তিন হাজার ৬৯৮ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ১৮ হাজার ৯৫০ জনে। বাংলানিউজ
আজ রবিবার (১৮ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত ৭ এপ্রিল দেশে একদিনে করোনা শনাক্ত হয় সাত হাজার ৬২৬ জন। যা দেশে একদিনে করোনা শনাক্তে সর্বোচ্চ রেকর্ড। আর গত ৬ এপ্রিল একদিনে করোনা শনাক্ত হয়েছিল সাত হাজার ২১৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত বছরের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

পূর্ববর্তী নিবন্ধনতুন বাইপাস টোল রোডে লরির ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু
পরবর্তী নিবন্ধবান্দরবানে চার কোটি টাকার আফিমসহ মাদক ব্যবসায়ী আটক