করোনায় একজন মানুষও না খেয়ে মারা যায়নি : অনুপম সেন

চসিকের স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির সভা

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৩৮ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত আজ শনিবার কোটি মানুষকে করোনার টিকা প্রদান উপলক্ষে চট্টগ্রাম নগরীতে উদ্বুদ্ধকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গান-কথামালাসহ বিভিন্ন আয়োজনে সাধারণ মানুষকে গণটিকার আওতায় ভ্যাকসিন নেয়ার আহ্বান জানানো হয়েছে এই সভা থেকে। গতকাল শুক্রবার নগরীর লালদিঘী পার্কে গণটিকা কর্মসূচি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন সিটি করপোরেশনের স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সভাপতি ও কাউন্সিলর জহরলাল হাজারী। এতে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন। সবাইকে করোনার টিকা নেয়ার আহ্বান জানিয়ে অনুপম সেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মহামারি শুরুর পর থেকে বিভিন্ন সাহসী পদক্ষেপ গ্রহণ করেছেন। এ কারণে করোনার মধ্যে একজন মানুষও না খেয়ে মারা যায়নি। করোনায় মৃত্যুহারও অনেক উন্নত দেশের চেয়ে বাংলাদেশে কম। কাউন্সিলর জহরলাল হাজারীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচবিতে আর ফিরবে না রুমি
পরবর্তী নিবন্ধচবি ক্যাম্পাসে ৫ ফুট লম্বা অজগর