করোনায় আমিন জুয়েলার্সের মালিকের ইন্তেকাল

| মঙ্গলবার , ৬ এপ্রিল, ২০২১ at ১২:১৫ অপরাহ্ণ

ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলামের জ্যেষ্ঠ ছেলে আমিন জুয়েলার্সের মালিক আমিনুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। সিরাজুল ইসলামের সহকারী একান্ত সচিব আসাদুল করিম জানান, গতকাল সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। খবর বিডিনিউজের। উপসর্গ দেখা দেওয়ার পর পরীক্ষায় করোনাভাইরাস ধরা পড়লে তাকে সেখানে ভর্তি করা হয়েছিল। তার বয়স হয়েছিল ৫৬ বছর। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজাহান নাসরিন চৌধুরী
পরবর্তী নিবন্ধমো. ইসহাক