করোনায় আজ শনাক্তে রেকর্ড, মৃত্যু ১৯৯

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ৮ জুলাই, ২০২১ at ৬:০০ অপরাহ্ণ

গতকাল বুধবার (৭ জুলাই) রেকর্ড ২০১ জনের মৃত্যুর পরদিন আজ রেকর্ড হয়েছে শনাক্ত রোগীর সংখ্যায়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে আজ বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৩৮ হাজার নমুনা পরীক্ষা করে আরও ১১ হাজার ৬৫১ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, আর মৃত্যু হয়েছে ১৯৯ জনের। বিডিনিউজ
করোনাভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে গত ৩০ জুন থেকে সারা দেশে জারি করা লকডাউনের বিধিনিষেধের মধ্যেই মঙ্গলবার (৬ জুলাই) প্রথমবারের মতো দশ হাজার ছাড়িয়ে যায় শনাক্ত রোগীর সংখ্যা। সেদিন ১১ হাজার ৫২৫ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ার মধ্য দিয়ে ওই দিন পর্যন্ত সর্বোচ্চ শনাক্ত হয়েছিল। আজ বৃহস্পতিবার সেই সংখ্যাও ছাড়িয়ে গেল।
দৈনিক শনাক্তের সঙ্গে মৃত্যুতেও রেকর্ড হয়েছিল গত সোমবার (৫ জুলাই)। সেদিন সারা দেশে ১৬৪ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার তা এক লাফে বেড়ে ২০১ জন হয়। আজ বৃহস্পতিবার মৃত্যুর সংখ্যা কমেছে দুইজন।
নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ৯ লাখ ৮৯ হাজার ২১৯ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১৫ হাজার ৭৯২ জন।

পূর্ববর্তী নিবন্ধউপরে মাছ পরিবহন, ভিতরে ২ কোটি টাকার ইয়াবা
পরবর্তী নিবন্ধদিতে চেয়েছিল মেয়ের বিয়ে, দিল জরিমানা