করোনায় আক্রান্ত হয়ে ভারতে কক্সবাজারের সাংবাদিকের মৃত্যু

রামু প্রতিনিধি | সোমবার , ১৯ এপ্রিল, ২০২১ at ১১:১২ পূর্বাহ্ণ

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন কক্সবাজারের জ্যেষ্ঠ সাংবাদিক, সংস্কৃতিকর্মী ও শব্দায়ন আবৃত্তি একাডেমির নির্বাহী পরিচালক নজরুল ইসলাম বকসী (৬৫)। তিনি গতকাল রোববার সকালে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্নালিল্লাহে…রাজেউন)। পারিবারিক সূত্র জানায়, ক্যান্সারে আক্রান্ত স্ত্রী লুৎফার চিকিৎসার জন্যে দুই সন্তান ভাষা ও বর্ণকে সঙ্গে নিয়ে গত ১৮ মার্চ ভারতে যান বকসী। সেখানে চেন্নাইয়ের সিএমসি হাসপাতালে স্ত্রীর চিকিৎসা চলছিল। এরমধ্যে গত ২৪ মার্চ থেকে বকসীর শরীরে প্রচণ্ড জ্বর দেখা দিলে নমুনা পরীক্ষা দেয়া হয়। এরপর তার শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। প্রায় ১৭-১৮ দিন মৃত্যুর সঙ্গে লড়ে গতকাল সকাল সোয়া ১০টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
কক্সবাজার শহরের লিংক রোড় এলাকার বাসিন্দা সাংবাদিক বকসী বাংলাদেশ বেতার কঙবাজার কেন্দ্রে অসংখ্য অনুষ্ঠানে অংশ নিয়েছেন। তার মৃত্যুতে কঙবাজার প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম, কক্সবাজার শব্দায়ন আবৃত্তি একাডেমির পরিচালক জসীম উদ্দিন বকুল, কক্সবাজার বেতার শিল্পী সমন্বয় পরিষদের সভাপতি অধ্যাপক রায়হান উদ্দিন, সাধারণ সম্পাদক স্বপন ভট্ট্যাচার্য প্রমুখ গভীর শোক জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রবীণ সাংবাদিক মো. ইউসুফের ছোট ভাই ইছহাকের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধবন্দরে লরির ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু