করোনায় আক্রান্ত হলেন সুজন

| রবিবার , ২৩ জানুয়ারি, ২০২২ at ৭:৪২ পূর্বাহ্ণ

 

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি এবং সাবেক চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন করোনায় আক্রান্ত হয়েছেন। ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় গত শুক্রবার তিনি করোনা পজিটিভ শনাক্ত হন। তিনি সকলের কাছে দোয়া কামনা করে বলেন, তেমন কোনো প্রকার উপসর্গ না থাকলেও শুধুমাত্র গায়ে হালকা জ্বর নিয়ে করোনার রিপোর্ট পজিটিভ এসেছে। সুতরাং করোনার নতুন এ ভ্যারিয়েন্টকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। তিনি নিজে বুস্টার ডোজ গ্রহণ করার পরেও করোনায় আক্রান্ত হয়েছেন। তাই যারা মনে করেন বুস্টার ডোজ গ্রহণ করলে করোনা থেকে নিরাপদ থাকা যাবে সেটা সর্বক্ষেত্রে সঠিক নয়। এক্ষেত্রে টিকার পাশাপাশি সর্বদা সতর্ক থাকতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদিনে-দুপুরে স্ক্র্যাপ লোহার ডিপোতে হামলা, টাকা লুট মালিকসহ আহত ২
পরবর্তী নিবন্ধসেন্টমার্টিন নিয়ে পদক্ষেপে বাংলাদেশকে অভিনন্দন—– ডিক্যাপ্রিওর টুইট