চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ও আন্দরকিল্লাস্থ চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি করোনায় আক্রান্ত নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর রোগমুক্তি কামনায় সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে অডিটরিয়ামে খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে মুনাজাত পরিচালনা করেন সিভিল সার্জন মসজিদের পেশ ঈমাম মাওলানা নুরুল আলম। মাহফিলে অন্যান্যের মধ্যে অংশ নেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মো. নুরুল হায়দার, মেডিকেল অফিসার ডা. রুমি দাশ, ডা. নওশাদ খান, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া, সিভিল সার্জন কার্যালয়ের প্রধান সহকারী মো. আবু তৈয়ব, প্রধান সহকারী (প্রেষণে) মো. সাহিদুল ইসলাম, পিএ টু সিভিল সার্জন মফিজুল আলম, প্রোগ্রাম অফিসার গাজী মো. নূর হোসেন, স্টোর ইনচার্জ জাহেদুল ইসলাম, স্যানিটারি ইন্সপেক্টর প্রবীর মিত্র ও টিটু পাল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।